কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে আট দিন সাগরে ভেসে থাকা মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার নৌবাহিনীর জাহাজ 'অনুসন্ধান' তাঁদের উদ্ধার করে। এ সময় তাঁদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার জেলে ও তাঁদের মাছ ধরার ট্রলার 'নিশি পদ্মা' কক্সবাজারের ইনানী-সংলগ্ন জেটিতে এর মালিক জসিম উদ্দিনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৪ ডিসেম্বর ট্রলারটি বাঁশখালী থেকে ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যায়। ২৮ ডিসেম্বর এটির ইঞ্জিন বিকল হয়। উদ্ধার জেলেরা হলেন- উসমান সরোয়ার, আবুল বাশার, কাওসার, জয়নাল আবেদীন, আবদুর রহমান, তরিকুল ইসলাম, মো. সৈয়দ, মো. আনসার, বদিউল আলম, দিদারুল ইসলাম, মো. আরাফাত, তরিকুলল্গাহ, জহির আলম, মো. ইউসুফ ও সালাউদ্দিন। তাঁদের অধিকাংশের বাড়ি বাঁশখালী ও কুতুবদিয়ায়। আইএসপিআর।