- বাংলাদেশ
- দুর্নীতি, টাকা পাচার বন্ধ হলে দেশের আরও উন্নতি হবে: ওবায়দুল কাদের
দুর্নীতি, টাকা পাচার বন্ধ হলে দেশের আরও উন্নতি হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। তাদের আরও টাকা দরকার। যারা টাকা বিদেশে পাচার করে তাদের ঘৃণা করি। দুর্নীতি, চুরি, টাকা পাচার বন্ধ করতে পারলে দেশের আরও উন্নতি হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো একটা কারণ দেখিয়ে বিদেশে যেতেই হবে। এই বিদেশ ভ্রমন কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে। দেশে অনেক ভালো মানুষ আছে। যারা ফাঁকি দিচ্ছে তারা দেশকে ফাঁকি দিচ্ছে, নিজেকে ফাঁকি দিচ্ছে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না, তার জীবন ব্যর্থ। ছেলেমেয়েদেরও ভালো-খারাপ দুটি কাজেরই ভাগ নিতে হবে। কত টাকা দরকার একজন মানুষকে ভালোভাবে জীবনযাপন করতে? বিবেককে জিজ্ঞাসা করার সময় এসেছে। যারা ভালো কাজ করে তারা প্রশংসা পাবে, খারাপ কাজের জন্য শাস্তি পেতে হবে।আগামীর নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, সরকার হস্তক্ষেপ করবে না। সরকারের পরিবর্তন যদি কেউ চান, নির্বাচনে আসুন। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাসে গণতন্ত্রের ভাষা স্তব্ধ হয়ে যায়। বিরোধী দলকে শান্তিপূর্ণ আন্দোলনে স্বাগত জানাই। রংপুর সিটি করপোরেশন ও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, রংপুরে শোচনীয়ভাবে তাঁরা হেরেছেন, গাইবান্ধায় জিতেছেন। গাইবান্ধার ভোট নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি।
বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, অনেকে বলেছিলেন দেশ সংঘাতের দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত কিছুই হয়নি। ১০ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর ঘোড়ায় ডিম পেড়েছে। শেখ হাসিনা এগুলোতে ভয় পান না। ২০২২ সালে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিবহন আইনের বিধিমালার গেজেট হয়েছে। এর বাস্তবায়ন শুরু হয়েছে।
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে এ ছাড়া বক্তৃতা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী।
মন্তব্য করুন