- বাংলাদেশ
- নান্নু বাহিনীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলা
নান্নু বাহিনীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

লালপুরে সাংবাদিকদের মানববন্ধন - সমকাল
নাটোরের গুরুদাসপুরে নাজমুল হাসানসহ ১১ সাংবাদিকের ওপর হামলাকারী পুকুরখেকো চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে শুক্রবার লালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
এ সময় দায়িত্বে অবহেলার জন্য সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিব এবং গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিনকে অপসারণের দাবি করা হয়। এ ছাড়া সাংবাদিক নাজমুলের ওপর হামলাকারী নান্নু মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলা গ্রহণের দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে সাংবাদিক পেটানো, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ প্রশাসনের দুই কর্মকর্তার দায়িত্ব অবহেলার বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লালপুর ত্রিমোহনী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, জামিরুল ইসলাম মাস্টার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, দৈনিক নয়া দিগন্তের লালপুর প্রতিনিধি অধ্যাপক এসহানুল করিম তুহিন, দৈনিক আমাদের সময়ের মাজহারুল ইসলাম তিব্বত, দৈনিক সোনালী সংবাদের আলাউদ্দিন জালালসহ অর্ধশতাধিক সাংবাদিক।
মন্তব্য করুন