মাদক কারবারের আর্থিক নেটওয়ার্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২২ পেয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ। মাদক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক বিশেষ প্রতিবেদন (প্রিন্ট ও অনলাইন) ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান।

গত ২৮ সেপ্টেম্বর সমকালে ‘মোবাইল ব্যাংকিংয়ে মাদকের টাকা’ শীর্ষক অনুসন্ধানী প্যাকেজ প্রতিবেদন প্রকাশিত হয়। প্যাকেজের আওতায় প্রধান প্রতিবেদনের সঙ্গে ছিল আরও চারটি প্রতিবেদন, যার সবগুলোই পরশের লেখা। অন্য প্রতিবেদনগুলোর শিরোনাম হলো- ‘বদির ভাইও মাদক ব্যাংকিংয়ে’, ‘মাদকের টাকায় অঢেল সম্পদ’, ‘মাদক ঘিরে দেশে মাফিয়া সংস্কৃতি তৈরি হয়েছে’ ও ‘মোবাইল ব্যাংকিং নীতিমালায় যা আছে’।

শনিবার ক্র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন (প্রিন্ট ও অনলাইন) ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নুরুল আমিন ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আদনান রহমান, অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন (টিভি ও রেডিও) ক্যাটাগরিতে মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু জাহেদ মুহা. সেলিম, জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ-সচেতনতা বিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবু ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান এবং সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতামূলক প্রতিবেদন ক্যাটাগরিতে ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান পুরস্কার পেয়েছেন।

আগামী সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।