কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের সন্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ, উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক মো. এনায়েত উল্লাহ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন, তাসলিমা বেগম, মোস্তফা কামাল, খলিলুর রহমান, নাজমা আক্তার, জাহাঙ্গীর আলম, প্রভাষক মীর আবদুর রাজ্জাক রাজু, ইসরাত জাহান সুমি, আবু হানিফ, আকতার আহমেদ শাহিন প্রমুখ।