- বাংলাদেশ
- ক্লুলেস অপরাধ চিহ্নিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডেপুটি স্পিকার
ক্লুলেস অপরাধ চিহ্নিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডেপুটি স্পিকার

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়। এবার মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশসহ ছয়জন।মাদক কারবারের আর্থিক নেটওয়ার্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরশ এ পুরস্কার পান। গত ২৮ সেপ্টেম্বর সমকালে 'মোবাইল ব্যাংকিংয়ে মাদকের টাকা' শীর্ষক অনুসন্ধানী প্যাকেজ প্রতিবেদন প্রকাশিত হয়।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম আলোর নুরুল আমিন, ঢাকা পোস্ট ডটকমের আদনান রহমান, মাছরাঙা টেলিভিশনের আবু জাহেদ মুহা. সেলিম, দৈনিক বাংলার নুরুজ্জামান লাবু, ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান পুরস্কার পেয়েছেন। অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ যেভাবে জীবন বাজি রেখে কাজ করে, ঠিক সেভাবেই সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এবং ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
মন্তব্য করুন