ঢাকায় এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা শুধু ঢাকায় নয়, বেড়েছে সারা দেশে। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, আগামীকাল বুধবার থেকে ঢাকায় তাপমাত্রা আবার কমতে পারে কিছুটা। অধিদপ্তরের কার্যকর ৪৩টি স্টেশনের মধ্যে ৫টি বাদে অন্যগুলোতে তাপমাত্রা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।