- বাংলাদেশ
- উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম
উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলম- ফাইল ছবি
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন কন্টেট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।
মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির আইন শাখায় এ আপিল আবেদন জমা দেন। এ সময় তার আইনজীবী উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র এ প্রার্থীর মনোনয়নপত্রজমার সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় রোববার দুই আসের মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এবং প্রার্থিতা ফিরে না পেলে উচ্চ আদালতে যাবেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান হিরো আলম।
হিরো আলম বলেন, ‘কাগজপত্রসহ আমি এখানে আপিল জমা দিয়েছি। বৃহস্পতিবার শুনানি হবে। এখান থেকে বাতিল করলে আমি আবার হাইকোর্টে যাবো। দুই আসন থেকে প্রার্থীতা ফিরে পেলে দুইটি আসন থেকেই ভোট করবো।’
সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনসহ ৫ আসনে ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।
পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।
মন্তব্য করুন