হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট বছর আগে কোকেনসহ গ্রেপ্তার পেরুর নাগরিক জেইম বার্গলে গোমেজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস বুধবার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুই আসামি আব্দুস সালাম ও সালাউদ্দিন খালাস পেয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম রেজাউর রহমান।

আদালত থেকে জানা যায়, ব্রাজিলের সাওপাওলো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেইমের ভারত যাওয়ার কথা ছিল। তবে রুট পরিবর্তন করে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা জেইমের পরা জ্যাকেট কেটে দুই কেজি কোকেন পান। ওই কোকেনের আনুমানিক দাম ছিল প্রায় ৫২ কোটি টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ২ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ২০১৬ সালের ৭ এপ্রিল আসামিদের বিচার শুরু করেন আদালত।