- বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ

বাংলাদেশে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে যান - সমকাল
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
আজ রোববার সকালে সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
এ সময় ডোনাল্ড লুর সফরসঙ্গী উইলিয়াম ম্যাসিয়াক সিয়েবার তার সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শনিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান।
বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডোনাল্ড লুর সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর ঢাকার পক্ষ থেকে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল, বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফেরত নিয়ে আসাসহ নানা বিষয় আলোচনায় রাখা হয়েছে।
মন্তব্য করুন