বিশ্ব ইজ‌তেমায় আখেরি মোনাজাত শেষ হওয়ার পর গণপরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মুসল্লিরা। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাস না পেয়ে অনেকেই পিকআপ ভ্যান ও ট্রাকে রওনা দিচ্ছেন। কেউ আবার বাধ্য হয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়েছেন।

রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। মোনাজাত শে‌ষে সকাল সাড়ে ১০টা থেকে বাড়ি ফেরার জন্য মুসল্লিদের ব্যস্ততা বেড়ে যায়।

আবুল হো‌সেন বলেন, গত বৃহস্পতিবার গফ‌রগাও থেকে বিশ্ব ইজতেমা ময়দানে আসি। তবে ইজতেমা ময়দানে জায়গা হয়নি। অনেক কষ্ট হলেও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। এখন বাস না পেয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।

ময়মনসিংহে যাওয়ার জন্য গাজীপুর থেকে আলম এশিয়া পরিবহনে ওঠেন হুমায়ুন কবির। নির্ধারিত ভাড়া ১২০ টাকা হলেও প্রায় দ্বিগুণ ভাড়া ২৫০ টাকা নিচ্ছে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে ইজতেমায় আসার আগ্রহ হারিয়ে ফেলছেন।

মিলরগট এলাকায় কথা হয় র‌বিউল ইলা‌মের সা‌থে। তি‌নি বলেন, চান্দনা থেকে নিয়মিত ভাড়া ৬০ টাকা। সেখানে পরিবহনের কর্মীরা ১২০ টাকা ভাড়া চাচ্ছে। দ্রুত বাড়িতে যাওয়ার জন্য বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হয়েছে।

পূর্ব থানার সাম‌নের বেশ ক‌য়েকজন মুস‌ল্লি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, গাজীপুরের ভাড়া জনপ্রতি ৫০ টাকা। কিন্তু অটো‌রিকশা চালকরা জনপ্রতি ১০০ টাকা ক‌রে নি‌চ্ছে। দুইজ‌নের ভাড়া একজ‌নের কাছ থে‌কে নি‌চ্ছে তারা। এগু‌লো দেখার কেউ নাই।

এদিকে, মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পিকআপ, থ্রি-হুইলার মহাসড়ক দখল করে নিয়েছে। জয়দেবপুর চৌরাস্তা থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক‌রেন মুস‌ল্লিরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনও অভিযোগ আমরা পাইনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ইজতেমাফেরত ঘরমুখো মুসল্লিদের কাছ থেকে যেন নির্ধারিত ভাড়া নেওয়া হয়, সে ব্যাপারে এখনই পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা ব‌লে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।