- বাংলাদেশ
- এভারকেয়ারে ভর্তি হলেন মির্জা আব্বাসও
এভারকেয়ারে ভর্তি হলেন মির্জা আব্বাসও

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে তাকে ঢাকার বসুন্ধরায় ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, 'অনিয়মিত হৃৎকম্পন, সর্দি-কাশির কারণে শারীরিক অসুস্থবোধ করায় চিকিৎসকদের পরামর্শক্রমে উনাকে আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন। তার বিভিন্ন চেকআপ করা হচ্ছে।
এদিকে মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
এদিকে রোববার সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হন বিএনপি মহাসচিব ফখরুল। তিনিও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন।
মন্তব্য করুন