ঝকঝকে রোদ এসে পড়েছে বিছানায়। বসে আছেন বলিউড স্টার আলিয়া ভাট। পাশে তার প্রিয় বিড়াল এডওয়ার্ড। অথচ নায়িকার মন খারাপ!  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, রবিবারের দিনটা অসাধারণ। কিন্তু বিড়ালটি যে আমাকে একদমই পাত্তা দিতে নারাজ।

পাত্তা না পেলে মন তো খারাপ হতেই পারে। ছবিতে দেখা যায়, ধবধবে সাদা বিড়ালটি আছে নিজের খেয়ালে। আলিয়ার দিকে তাকাচ্ছে না। আর তাতেই মন খারাপ বলিউড তারকার। 

বরাবরই পোষ্যপ্রেমী আলিয়া। বিড়ালের প্রতি তাঁর প্রীতির কথা ভক্তদের অজানা নয়। শুধু তিনিই নন, তার বোন শাহীন ভাটও বেজায় বিড়ালপ্রেমী। পোষ্য এডওয়ার্ড ও জুনিপারকে নিয়ে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন দুই বোন।