- বাংলাদেশ
- স্থায়ী উন্নয়নে হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী
স্থায়ী উন্নয়নে হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

সোমবার 'স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা' শীর্ষক সেমিনারের মন্ত্রী এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারটি রাজধানীর কাকরাইলে সংস্থার নিজস্ব মিলনতায়নে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে। পশ্চিমারা এসে করে দেবে না। স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ডিজিটাল বাংলাদেশের ফলাফল করোনার দিনগুলোতে পাওয়া গেছে। সমস্ত কাজই এখন ডিজিটালভাবে সম্পন্ন হচ্ছে। প্রকৌশলীরাই এই কাজগুলোর প্রধান কারিগর।
আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো দক্ষ জনবল তৈরির উপযুক্ত জায়গা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে।
আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. তমিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতার এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মন্তব্য করুন