কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে নৌকা ডুবে নিখোঁজ নালো বেগম নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। চারদিন পর শুক্রবার দুপুরে আনছারহাট এলাকায় ভাসমান তার এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নালো বেগম বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরকুটি এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। চরলুছনী রাজবাড়ী গ্রামে বোনের বাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।