- বাংলাদেশ
- ডেসটিনির হারুনকে বিদেশ যেতে অনুমতি হাইকোর্টের
ডেসটিনির হারুনকে বিদেশ যেতে অনুমতি হাইকোর্টের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন-অর-রশিদকে চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
খুরশীদ আলম খান জানান, হারুন-অর-রশিদকে হাইকোর্ট চার মাসের জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন। আদালতের জিম্মায় থাকা পাসপোর্ট নিয়ে তিনি এখন বিদেশ যেতে পারবেন। তবে চার মাসের মধ্যে ফিরে এসে পাসপোর্ট জমা দিতে হবে।
২০২২ সালের ১২ মে বিচারিক আদালতে দুর্নীতির এই মামলার রায় হয়। তাতে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তাদের ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করা হয়। এরমধ্যে হারুন-অর-রশীদকে দেওয়া হয় চার বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। যা গত বছরের ৯ জুন আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এরপর গত বছরের ৩০ আগস্ট এ মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
মন্তব্য করুন