সুইডেনের স্টকহোমে পবিত্র কোরান পোড়ানোর প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। এতে বক্তারা বলেন, কোরান পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না, বরং এতে মুসলমানদের মূল্যবোধের অবমাননা করা হয়েছে। কোরান অবমাননা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সংস্থারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা রাজধানীর বাড্ডা, মহানগর পশ্চিম শাখা মিরপুরে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা জুরাইনে মিছিল করেছে। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ মহানগরে এবং ভোলা, দিনাজপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁ, কক্সবাজার, পঞ্চগড়, নোয়াখালী শহরে বিক্ষোভ করেছে শিবির।