- বাংলাদেশ
- উপযুক্ত মামলায় প্রবেশন দিতে হাইকোর্টের নির্দেশ
উপযুক্ত মামলায় প্রবেশন দিতে হাইকোর্টের নির্দেশ

প্রবেশন আইনের ৫ ধারা অনুসারে অধস্তন আদালতকে উপযুক্ত মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দিতে (বাড়িতে থেকে সাজা ভোগের সুযোগ) নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মিসবাহ উদ্দিন ও মো. আশরাফুল ইসলাম।
আইনজীবী আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রবেশন আইনের ৫ ধারা অনুযায়ী, পুরুষ আসামির ক্ষেত্রে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় অপরাধের দণ্ড ব্যতিত যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারেন। মহিলা আসামিরা মৃত্যুদণ্ড বাদে যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, অল্প দণ্ডের মামলাও ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ ঘুরে আপিল বিভাগ পর্যন্ত চলে আসছে।
তিনি আরও বলেন, অথচ এমন অসংখ্য মামলা আছে, যেগুলোতে প্রবেশনের আদেশ হলে প্রথম কোর্টেই শেষ হয়ে যেতে পারতো। এসব কারণে মামলাজট তৈরি হয়। এ বিষয়গুলো তুলে ধরে ১১ জন আইনজীবী রিট দায়ের করলে তার শুনানি নিয়ে হাইকোর্ট আজ সোমবার এ আদেশ দিয়েছেন।
মন্তব্য করুন