সাড়ে ৬ বছর আগে ২৫ লাখ জাল টাকা উদ্ধারের মামলায় রাজধানীর পল্টনের 'হোটেল বন্ধু'র ম্যানেজার হাসান মজুমদার ও বাবুর্চি সোহেল রানাকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের খালাসের আদেশ দেওয়া হয়।

ঢাকার সপ্তম বিশেষ ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার আসামিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর হাসান ও সোহেল বলেন, সত্যের জয় হয়েছে।

২০১৬ সালের ৬ নভেম্বর পুরানা পল্টনের ওই হোটেলে জাল টাকা ক্রয় বিক্রয় হচ্ছে- এমন অভিযোগে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিম। জাল টাকা না পেয়ে তাদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে টিম। টাকা দিতে অস্বীকৃতি জানালে ডিবি পুলিশ তাদের তুলে নিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশির সময় হাতে থাকা ব্যাগ থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধার করে বলে জানানো হয়।

এরপর তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এ মামলায় আসামিরা ৫ মাস জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান।

এদিকে রায়ে নাখোশ রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।