- বাংলাদেশ
- বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা প্রদান
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ‘বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা-২০২৩’ পেয়েছেন। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু তাঁকে এই সম্মাননা পদক প্রদান করেন। সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তালুকদার সারওয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
লায়ন মো. গনি মিয়া বাবুল প্রায় ৩০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন।
তাঁর নিজ জন্মস্থান গাজীপুরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন