স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি স্মার্ট হওয়ার পাশাপাশি সামগ্রিক সব বিষয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং তা গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ- আমার গ্রাম আমার শহর, ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এগুলোর সঙ্গে সাংঘর্ষিক নয়। একে অপরের পরিপূরক।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার লাকসামে পাঁচটি সরকারি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি এ ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে, সে ততো বেশি নিজেকে এগিয়ে নিবে। আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সাথে সাথে ইংরেজিতে পারদর্শী হতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্ম যেন গর্বিত মানুষ হয়, দেশের জন্য নিবেদিতপ্রাণ হন, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে একটি সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো অনেক মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চললেও বিরোধীদল বিএনপি ঢালাওভাবে সরকারের সমালোচনা করে যাচ্ছে। তারা (বিএনপি) নির্বাচনের আরও এক বছর সময় বাকী থাকতেই সরকার পতনের কথা বলছেন, তাদের এমন দাবি স্বপ্নেই থেকে যাবে।

লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া ও পৌর মেয়র মো. আবুল খায়ের পাটোয়ারি। এদিন বিকেলে মন্ত্রী লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা নির্মূল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ শীর্ষক ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।