যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল কাঠামোর সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি মারস।

আজ শুক্রবার দুপুরে বন্দরের সাত নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এরপর সন্ধ্যা ৬টায় পণ্য খালাস শুরু হয়। সব পণ্য নদীপথে সিরাজগঞ্জের যমুনার পাড়ে রেলওয়ে সেতুর জেটিতে যাবে।

এমভি মারসের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম নিয়ে ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইপোং বন্দর ছাড়ে এমভি মারস। এই জাহাজে রেল সেতুর ১৯৩ প্যাকেজে ১ হাজার ৫১৯ টন সরঞ্জাম রয়েছে। প্রতি মাসেই বঙ্গবন্ধু রেল সেতুর বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে মোংলায় ভিড়ছে বিদেশি জাহাজ।