- বাংলাদেশ
- ফ্রান্সের ফ্রেন্ডস সাপোর্ট কমিটিকে সংবর্ধনা গণস্বাস্থ্য কেন্দ্রের
ফ্রান্সের ফ্রেন্ডস সাপোর্ট কমিটিকে সংবর্ধনা গণস্বাস্থ্য কেন্দ্রের

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা - সমকাল
বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে ফ্রান্সের ফ্রেন্ডস সাপোর্ট কমিটিকে সংবর্ধনা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার বিকেলে হাসপাতালের মেজর এটিএম হায়দার মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ফুল দিয়ে ফ্রেন্ডস সাপোর্ট কমিটির সাত সদস্যকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। এ সময় সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীও ছিলেন।
ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, ফ্রেন্ডস সাপোর্ট কমিটি একটি স্বতন্ত্র সংগঠন। গণস্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরুর পর থেকেই সংগঠনটি তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। ঝুড়ি নিয়ে অর্থ সংগ্রহ করে সেই অর্থ সংগঠনটি বাংলাদেশে পাঠিয়েছে। এ বন্ধুত্ব শেষ হবার নয়। গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা ও ক্যান্সার হাসপাতাল তৈরিতে কমিটির কাছ থেকে সহায়তা কামনা করছি।
তিনি বলেন, তারা দেখিয়েছে, কিভাবে একক চেষ্টায় পৃথিবীকে বদলে দেওয়া যায়। এ সময় জাফরুল্লাহ চৌধুরী এ কমিটির যারা মৃত্যুবরণ করেছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
কমিটির সভাপতি জিম পেরিবিকো বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম সন্তোষজনক। এ সহযোগিতা আমরা অব্যাহত রাখতে চাই।
গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন সংগঠনটির সভাপতি জিম পেরিবিকো ওলিভার মেসনিল, সদস্য ফ্লোরেন্স মারগুরেট মেসিনল, অ্যালইনগিলস, ক্রিস্টিনি পেনট, জিন পিয়ারে, জেগার্ড ফ্লোনিয়ার ও মাইকেল রাটাজেক। সাত সদস্যের দলটি দেশের বিভিন্ন জেলায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে তাদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন