যশোরের মনিরামপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসরাফিল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খর্দগাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইসরাফিল হোসেন (৩৫) উপজেলার সদর ইউনিয়নের খর্দগাংড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।

জানা যায়, রোববার দুপুরে মায়ের জন্য ওই শিশু ওষুধ আনতে যান প্রতিবেশি পল্লী চিকিৎসক ইসরাফিল হোসেনের চেম্বারে। এ সময় চেম্বারে কেউ না থাকায় ওই শিশুকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুর বাবা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত ইসরাফিল হোসেনকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা স্বীকার করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পল্লী চিকিৎসক ইসরাফিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।