সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংস্থায় নতুন সংযোজন হওয়া টাইগার এমএলআরএসের যৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অবলোকন করেছেন।

গতকাল মঙ্গলবার কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ অনুষ্ঠান হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলাম, জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কপবাজার এরিয়া মেজর জেনারেল ফখরুল আহসান এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতাসম্পন্ন টাইগার এমএলআরএস-এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি 'টাইগার মিসাইল সিস্টেম' আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে নতুন মাত্রা। আইএসপিআর।