উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের অবসায়ন (ওয়াইন্ডিংআপ) চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহরিয়ার কবির। উত্তরা ফাইন্যান্সের পক্ষে ছিলেন মাহিন এম রহমান।

এর আগে নভেম্বরে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শামসুল আরেফিন কোম্পানিটির অবসায়ন চেয়ে রিট করেন। আর্থিক অনিয়ম ও আমানতদারদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত বছর জুনে কোম্পানির এমডি এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক।

এ-সংক্রান্ত চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বিশেষ নিরীক্ষা সম্পাদনে নিযুক্ত সিএ ফার্ম রহমান রহমান হকের (কেপিএমজি) বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়মে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনের সংশ্নিষ্টতা পেয়ে ২৩ জুন তাঁকে অপসারণ করা হয়। শামসুল আরেফিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে শামসুল আরেফিন হাইকোর্টে কোম্পানিটির অবসায়ন চেয়ে আবেদন করেন।