- বাংলাদেশ
- আপিল বিভাগে প্রবেশে আজ থেকে লাগবে ডিজিটাল পাস
আপিল বিভাগে প্রবেশে আজ থেকে লাগবে ডিজিটাল পাস

সুপ্রিম কোর্টের নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগে প্রবেশে বিচারপ্রার্থীদের ডিজিটাল পাস ব্যবহার করতে হবে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কোনো বিচারপ্রার্থী ডিজিটাল পাস ছাড়া আজ থেকে আপিল বিভাগের এজলাস ও তৎসংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে 'এন্ট্রি পাস' মেন্যু ব্যবহার করে পাস নিতে হবে।সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক শাখাসংলগ্ন হেল্প ডেস্ক থেকেও প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পাস সংগ্রহের বিষয়ে সহযোগিতা নেওয়া যাবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল ফোন নম্বর সরবরাহ করতে হবে।
এর আগে ২৫ জানুয়ারি আপিল বিভাগে প্রবেশে বিচারপ্রার্থীদের ডিজিটাল পাস ব্যবহার করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
মন্তব্য করুন