- বাংলাদেশ
- স্বপ্নের শক্তি অনেক বড়: কৈলাস সত্যার্থী
সিইউবির সমাবর্তন
স্বপ্নের শক্তি অনেক বড়: কৈলাস সত্যার্থী

শান্তিতে নোবেল বিজয়ী ভারতের নাগরিক কৈলাস সত্যার্থী বলেছেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, নিজেদের আবিষ্কার করা শিখতে হবে। যে কোনো ভালো কাজের উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) প্রথম সমাবর্তনে এ কথা বলেন তিনি। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।শিক্ষার্থীদের উদ্দেশে শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী বলেন, নিজের প্রত্যয় বাড়াতে হবে। মনে রাখবে, ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে তোমাদের দায়িত্বও বেড়েছে। এ জন্য তোমাদের আরও আত্মপ্রত্যয়ী হতে হবে। এই আত্মবিশ্বাস তোমার মনোবল বাড়াবে, নেতা হিসেবে গড়ে তুলবে, সাহসী করবে। এগুলো অর্জন করতে পারলে সব বাধা অতিক্রম করে তোমরা নিজের লক্ষ্যে যেতে পারবে। জীবনে নানা বাধা থাকবে। তবে একমাত্র আত্মপ্রত্যয়ই তোমাকে সামনে দৃঢ়ভাবে এগিয়ে নিতে সহায়তা করবে।
তিনি বলেন, বড় স্বপ্ন দেখতে হবে। কারণ, স্বপ্নের শক্তি অনেক বড়। তবে যে শুধু নিজের জন্য স্বপ্ন দেখে, সে ইতিহাসের অংশ হতে পারে না। পুরো মানবজাতির জন্য স্বপ্ন দেখতে হবে। নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে। স্বপ্ন দেখা ও নিজেকে আবিস্কার করার পরই তুমি কাজ শুরু করতে পারবে। এরপর দেখবে, তোমরা ইতিহাসে স্থান করে নিয়েছ। হয়তো একদিন এই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশেরই কোনো শিক্ষার্থী নোবেল বিজয় করেছে। আমি সেদিন নিজে এসে তোমাদের বিজয় উৎসবে অংশ নেব।
কৈলাস সত্যার্থী আরও বলেন, শুধু নিজের ক্যারিয়ার ও অর্থের পেছনে ছুটবে না। তোমরা সারাবিশ্বের মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়াদের জন্য কাজ করবে। তাদের এগিয়ে আনবে। এটি আরও গর্বের, আরও গৌরবের কাজ।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সম্মানিত অতিথি হিসেবে এবং মালয়েশিয়ার বিনারি বিশ্ববিদ্যালয়ের আচার্য জোসেফ আদাইকালাম, অ্যারো বিজনেস ও জিই গ্যাস পাওয়ারের সিইও দিপেশ নন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৩০ গ্র্যাজুয়েট রাষ্ট্রপতির কাছ থেকে সনদ গ্রহণ করেন। তাঁদের মধ্যে চারজন- সামিয়া বিনতে নাঈম, সুমাইয়া সুলতানা, ফারজানা বিনতে মোহাম্মদ ও সাখাওয়াত হোসেন স্বর্ণপদক পান।
মন্তব্য করুন