- বাংলাদেশ
- সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ

দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ছবি: সমকাল
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ হয়েছে। পরে আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে তাদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। বিশেষ অতিথি ছিলেন তথ্যচিত্র নির্মাতা নাদিম ইকবাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমকালের ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক কাজী সবুজ, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুল হক, দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সদস্য আ. মালেক মোল্লা, জীবন কুমার দাস, মো. শহিদুল ইসলাম, শাহানাজ পারভীন, বিভাগদী উচ্চবিদ্যালয়ের সভাপতি শাহিনুর রহমান, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাড়ুকদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সভার প্রধান অতিথি আবু সাঈদ খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আর এই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করে আমার স্বপ্ন পূর্ণতা পাবে।
নবীন বরণ অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা, লেখক, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, সাংবাদিক আবু সাঈদ খান ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি শিক্ষা ও সমাজসেবামূলক কাজ করে আসছেন। ছাত্রজীবনে বাড়িতে এসে আশেপাশের স্কুলগুলোতে ক্লাস নিতেন। বয়স্কদের লেখাপড়া শেখাতেন। মাধ্যমিক পরীক্ষার পর গড়ে তোলেন বিভাগদী নবীন ক্লাব। সেই ক্লাবকে ঘিরে বিভাগদী হাইস্কুলের গোড়াপত্তন হয়। সম্প্রতি তিনি পৈত্রিক সম্পত্তিতে বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় ও বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
হাইস্কুলটি সরকারিকরণ হয়েছে। কলেজটি এমপিওভুক্তির প্রক্রিয়াধীন রয়েছে। পৈত্রিক বাড়িতে আবু সাঈদ খানের নিজস্ব কোনো ঘর নেই। তিনি বলেন, ‘এই স্কুল-কলেজই আমার বাড়ি-ঘর।’
মন্তব্য করুন