- বাংলাদেশ
- নন-টিচিং পদে শিক্ষক: চবিতে কর্মকর্তারা ফের আন্দোলনে
নন-টিচিং পদে শিক্ষক: চবিতে কর্মকর্তারা ফের আন্দোলনে

ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নন-টিচিং পদ থেকে শিক্ষকদের অব্যাহতির দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন কর্মকর্তারা। বুধবার দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন তাঁরা। এ ছাড়া মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার অফিসে কর্মসূচি পালন করেন।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানসহ অন্য শিক্ষকদের নন-টিচিং পদ থেকে অব্যাহতির দাবিতে ১ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে অফিসার সমিতি। সবশেষ ২৪ জানুয়ারি কর্মকর্তারা দাবি মানতে প্রশাসনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেন।
এদিকে আন্দোলনের প্রথম দিন থেকেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ছুটিতে রয়েছেন। তাঁর স্থলে রুটিন দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এবার রেজিস্ট্রার পদে পূর্ণকালীন কর্মকর্তা নিয়োগ চেয়ে আন্দোলন শুরু হয়েছে।
অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, একদিকে শুনছি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদত্যাগ করেছেন, অন্যদিকে বলা হচ্ছে- মাহবুব হারুন চৌধুরী রুটিন দায়িত্ব পালন করছেন। এ ধরনের ধোঁয়াশা কেন থাকবে? আমরা রেজিস্ট্রার পদে পূর্ণকালীন কর্মকর্তা নিয়োগ চাই। রেজিস্ট্রার পদে কোনো রুটিন দায়িত্ব হতে পারে না।
সমিতির সভাপতি রশীদুল হায়দার জাভেদ বলেন, আমরা চাইলেই কঠোর আন্দোলন করতে পারি। এটি না করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তবে একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না।
মন্তব্য করুন