- বাংলাদেশ
- কানাডায় 'পরাণ'
কানাডায় 'পরাণ'

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর এবার কানাডায় মুক্তি পাচ্ছে দেশজুড়ে আলোড়ন তোলা সিনেমা 'পরাণ'। আগামীকাল থেকে টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ কানাডার ১২টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। পরের সপ্তাহে আরও দুটি শহরে দেখানো হবে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি।
মন্তব্য করুন