স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি। তিনি বলেছেন, 'আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক। কৃষি হলো আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত। কৃষি যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এখন সময়ের দাবি।'

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, 'স্বাধীনতার সময় থেকে আমাদের যে উন্নয়ন তাতে কৃষির অবদান অনেক বেশি। দেশের সংকটকালীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন।'

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক খলিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিমরা ট্রেড লিমিটেড অ্যান্ড এক্সিবিশনের প্রধান নির্বাহী কাজী সানোয়ার উদ্দিন।