ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে গোপালগঞ্জ সদর থানায় করা ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে বুধবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মোহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে। ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারী-শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন। আজ তাকে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।