চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- আসিফুল ইসলাম (২২), বেলাল উদ্দিন (২৪) ও মো. মিজান (২৪)। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‌বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে মোটরসাইকেল চুরির অভিযোগ আসছিল। এসব অভিযোগ তদন্তে নেমে আমরা প্রথমে আসিফকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যে, আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।