- বাংলাদেশ
- রোহিঙ্গাদের বাংলাদেশি বানানো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জালিয়াতিতে গ্রেপ্তার তিনজন - সমকাল
চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. আরিফ (২৭০, মো. জসিম উদ্দিন (৩০) ও মো. তারেক (২৯)। চক্রটি রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আরিফ আফরোজা নামে এক নারীকে তার বোন পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের কাগজপত্র নিয়ে ডিএসবি পুলিশের কাছে আসেন। সেখানে দোহাজারী পৌরসভার ঠিকানা ব্যবহার করা হয়। ঠিকানা যাচাই করতে গিয়ে দেখা যায়, ওই পৌরসভায় অবৈধভাবে জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করে নিবন্ধন করা জন্ম নিবন্ধনের একটি এটি। যে নারীর জন্য পাসপোর্টের আবেদন করা হয়েছে। তবে ওই নারীও রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাৎক্ষণিক আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তারা রোহিঙ্গাসহ বিভিন্ন লোকজনকে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করিয়ে দেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ১১ জানুয়ারি চন্দনাইশের দোহাজারী পৌরসভার ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ৩৩৬টি জন্ম নিবন্ধন সনদ বের করা হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি চন্দনাইশ থানায় জিডি করে পৌরসভা কর্তৃপক্ষ। ৩১ জানুয়ারি পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাদী হয়ে ৩৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার মামলাটি তদন্তের জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটকে (সিটিসি) দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত।
মন্তব্য করুন