চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের চোখ, আর গণমাধ্যম সমাজের দর্পণ। এ কারণে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে আমি নিয়মিত জনগণের সুখ-দুঃখের কথা জানতে পারি। আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে। কোনো গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি সেই সমালোচনা থেকে শিখে নিজেকে উন্নত করার চেষ্টা করি।’

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সহায়তা চান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মোহাম্মদ আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। 

চসিক মেয়র বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অনেক সংবাদের পরিপ্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে বাংলাবাজারে প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে অনেকে বাধা দিলেও গণমাধ্যম আমার পাশে ছিল। আমি চাই, এভাবে গণমাধ্যম আমাকে উন্নত চট্টগ্রাম গড়তে সাহায্য করুক।’ 

চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা কাজ করছেন বলে মেয়রকে অবহিত করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিনিধিরা। সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর ও প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।