- বাংলাদেশ
- ফুটপাত দখল করে নার্সারি, মালিককে কারদণ্ড
ফুটপাত দখল করে নার্সারি, মালিককে কারদণ্ড

ফুটপাতে রাখা গাছের চারা ট্রাকে তোলা হচ্ছে। ছবি: সমকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ফুটপাত দখল ব্যবসা করার দায়ে এক নার্সারি মালিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন অভিযান চালিয়ে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল হাওলাদার বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার ফয়জুদ্দিন হাওলাদারের ছেলে।
এদিকে অভিযান শুরুর পর ফুটপাত দখল করে ব্যবসা করা অন্যরা দ্রুতই মালপত্র রেখে পালিয়ে যান। পরে সেখান থেকে এক ট্রাক গাছের চারা, চেয়ার, টেবিল ও মাটি সরানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন বলেন, বইপ্রেমীদের মেলায় আসা নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়েছে। এসময় ফুটপাত দখল করে নার্সারি ব্যবসা করায় জনগণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
অভিযানের সময় ডিএসসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব ও শিরিন গাফফার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন