পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দখল হওয়া জলাশয় উদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করছে। আর যেন কোনো জলাভূমি ধ্বংস না হয় কিংবা কেউ দখল করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমীন।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি সংরক্ষণে বাধ্যবাধকতা আরোপের জন্য সরকার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। বিভিন্ন আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে জলাভূমি সংরক্ষণে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে ২০১২ থেকে ২০৩২ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। হাওর ও জলাভূমির উন্নয়নে আরও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলাভূমিসহ জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। জলাভূমিসমৃদ্ধ বিভিন্ন এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।