সিলেট সীমান্তের পর্যটন এলাকা জৈন্তাপুর উপজেলার লালাখালে পানিতে ডুবে মারা গেছেন ব্যবসায়ী ফয়েজ আহমদ চৌধুরী রিপন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি লালাখালে বেড়াতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যান। এরপর তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপন নগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিপনসহ কয়েকজন সারি নদী থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে লালাখাল বেড়াতে যাচ্ছিলেন। এ সময় নৌকার ছাদে উঠতে গিয়ে পানিতে পড়ে যান তিনি। সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে সিলেট নিয়ে যাওয়ার পর মারা যান রিপন।

সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানিয়েছেন, ব্যবসায়ী রিপন তাঁর এলাকার বাসিন্দা। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।