- বাংলাদেশ
- চুরি সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
চুরি সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

চুরি সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজন
রাজশাহীর বিসিক শিল্পনগরীতে চুরি সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ির মালিকসহ চারজনকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হয়। আসামিরা হেলেন, মডার্ন ফুড কোম্পানির মালিক আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ (৩৮), তার শশুর মাসুম রেজা (৫০), কর্মচারী ইমরান (২১) ও মইনুদ্দীন রিয়াল (১৯)।
হত্যার শিকার নির্মাণ শ্রমিকদের মরদেহ মর্গে রয়েছে। নিহতরা হলেন, নওগাঁর মান্দার সগুনিয়া গ্রামের সামাদের ছেলে রেজাউল করিম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে রাকিব (৩৫)। তারা রাজশাহীর বসুয়া কদমতলা এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশের বোয়ালিয়া জোনের ডেপুটি কমিশনার আরেফিন জুয়েল জানান, আব্দুল্লার কারখানা সংলগ্ন বাড়িতে তারা নির্মাণ কাজ করছিল। বাড়ি থেকে তাদের কিছু টাকা চুরির অপবাদ এনে দুপুরে রেজাউল ও রাকিবকে আটক করে নির্যাতন করে। এ সময় তাদের হাত পায়ের নখ তুলে নেওয়াসহ নির্মমভাবে নির্যাতন করে। খবর পেয়ে রাত সোয়া ৯টায় বোয়ালিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং জড়িত চারজনকে ঘটনাস্থল থেকে আটক করে। রেজাউল ও রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর আরেকজনকেও মৃত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন