খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় এক অনুষ্ঠানে তাঁদের উত্তরীয় ও ক্রেস্ট দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও গানের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। সভাপতির বক্তব্যে মেয়র লিটন বলেন, গুণীজনরা নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের সংবর্ধনা দিতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানে চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, সাবেক সচিব কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আনোয়ার বক্তব্য দেন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন।