অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত অষ্টম পুনর্মিলনী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছলে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যের শুরুতেই ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর পর ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি হাউস উদ্বোধন করেন। আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল নজরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (কক্সবাজার) মেজর জেনারেল ফখরুল আহসান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল জহিরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (বগুড়া) মেজর জেনারেল খালেদ-আল-মামুন, কমান্ড্যান্ট (ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ) মেজর জেনারেল ফয়জুর রহমান।