
সৈয়দ মোহাম্মদ তানভীর, ব্যবস্থাপনা পরিচালক, প্যাসিফিক জিন্স গ্রুপ
সমকাল :গ্যাস-বিদ্যুতের বর্তমান দাম উৎপাদন ব্যয় কতটা বাড়াবে?
সৈয়দ মোহাম্মদ তানভীর : বিদ্যুতের দাম গত মাসে ইউনিটপ্রতি ৫ শতাংশ বেড়েছে। শিল্পভেদে গ্যাসের দাম ইউনিটপ্রতি ১৭৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। আগামীতে আরও বাড়বে বিদ্যুতের দাম। ফেব্রুয়ারি থেকে তাই নতুন উদ্বেগ নিয়ে কাজ করতে হচ্ছে। এখন পর্যন্ত গ্যাস-বিদ্যুতের যে দাম বেড়েছে, তাতে পণ্য উৎপাদনের সার্বিক ব্যয় আগের তুলনায় ৪০ শতাংশ বেড়ে যাবে।
সমকাল :ব্যবসায়ীদের অনেকে বলছেন, রপ্তানির আদেশ ধারাবাহিকভাবে কমছে। কিন্তু পরিসংখ্যান অনুসারে সার্বিক রপ্তানি এখনও ভালো। এমনটা কেন হচ্ছে?
সৈয়দ মোহাম্মদ তানভীর :সংকটের মধ্যেও পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। গত জানুয়ারি মাসে ৫১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। ইপিবি জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। এখানে পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য রয়েছে। আছে পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং হিমায়িত খাদ্যের হিসাবও। কিন্তু শুধু পোশাক খাত বিবেচনায় আনলে ক্রয়াদেশ ক্রমে কমার বিষয়টি স্পষ্ট হবে।
সমকাল : পোশাক খাতে ব্যয় বৃদ্ধির চিত্রটা কেমন?
সৈয়দ মোহাম্মদ তানভীর : বিজিএমইএর এক হিসাবে দেখা যায়, গত দেড় বছরে সুতার দাম বেড়েছে ৬২ শতাংশ। কনটেইনার ভাড়া বেড়েছে ৩৫০ থেকে ৪৫০ শতাংশ। ডাইস, কেমিক্যালের খরচ বেড়েছে ৬০ শতাংশ। গত বছরের শুরুতে মজুরিও বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। সাম্প্রতিক ব্যয় বৃদ্ধি বাদ দিলেও গত পাঁচ বছরে বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ১৩ শতাংশ। আর গ্যাসের মূল্যবৃদ্ধি ৫৯ শতাংশ। এভাবে ব্যয় যত বাড়ছে বিশ্ববাজার থেকে আমরা ততটা পিছিয়ে পড়ছি। কারণ কম দামে যারা মানসম্মত পণ্য খোঁজে তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। নতুন বাজার খুঁজবে তারা।
সমকাল :প্রতিযোগী দেশগুলোতে পণ্যের উৎপাদন খরচ কেমন?
সৈয়দ মোহাম্মদ তানভীর :আমরা মূলত ডেনিম পোশাক রপ্তানি করি। আমাদের প্রধান প্রতিযোগী দেশ পাকিস্তান ও তুরস্ক। ডলারের বিপরীতে দেশ দুটির মুদ্রার অবমূল্যায়নের কারণে তাদের উদ্যোক্তারা আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এর সঙ্গে নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাদের তুলনায় আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে কঠিন এক সময়ের মুখোমুখি হবে পোশাক খাত।
সাক্ষাৎকারগুলো নিয়েছেন সারোয়ার সুমন
মন্তব্য করুন