- বাংলাদেশ
- বাজারে ১২ দোকানে আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বাজারে ১২ দোকানে আগুন, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের অষ্টগামে আগুন লেগে ১২ টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কদমচাল বাজারের মাঝ খানে একটি চালের গুদাম, ডেন্টাল কেয়ার, স্বর্ণের দোকান,সেুলন, লেপ-তোষকের দোকানসহ আরও ৪টি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার পর উপজেলা প্রসাশন বিষয়টি জানলেও ঘটনাস্থলে আসেনি।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজিবুর রহমান জানান, আগুনের খবর পেয়েছেন, ঘটনাস্থল সদর থেকে ২০ কিলোমিটার দূরে। যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেখানে যেতে পারেনননি। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছেন।
মন্তব্য করুন