- বাংলাদেশ
- শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে পাঁচ দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু
শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে পাঁচ দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু

'শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার' শীর্ষক পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী।
খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে 'শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার' শীর্ষক পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতি আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ওপর অর্ধশত আলোকচিত্র রাখা হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। আলোচক ছিলেন রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।
উদ্বোধনের পর আলোকচিত্রগুলো ঘুরে দেখেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও মেয়র খায়রুজ্জামান লিটন। শিল্পী শাহাবুদ্দিন বলেন, তিনি মেঘনার তীরে বেড়ে ওঠা মানুষ। এজন্য তাঁর ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিতে পানি পানি ভাব আছে, আর রক্তের ভাব আছে।
মন্তব্য করুন