- বাংলাদেশ
- চবি চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণায় মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু
চবি চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণায় মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু

ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার মূল ক্যাম্পাসেই অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা৷ রোববার সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তারা অবস্থান পালন করছেন৷
এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপাচার্য শিরীণ আখতারের ডাকা জরুরি সিন্ডিকেট সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওই দিন রাত দশটার মধ্যে শিল্পী রশিদ চৌধুরী ছাত্রদের হোস্টেল ত্যাগ করতে বলা হয় শিক্ষার্থীদের। তবে অনলাইনে ক্লাস চলবে বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক খাইরুল ইসলাম। সেদিন রাত দশটার পরই হোস্টেল ওয়ার্ডেনের হোয়াটসঅ্যাপ বার্তায় হোস্টেল ত্যাগ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের নিষেধাজ্ঞার কারণে তাঁরা এখন মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত মূল ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি চালু রাখবেন৷
বেলা সাড়ে এগারোটায় শহীদ মিনারের সামনে গিয়ে দেখা যায়, চারুকলার অর্ধশতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান পালন করছেন৷
ইনস্টিটিউটের শিক্ষার্থী তাওহীদ এলাহী বলেন, 'প্রশাসন তল্লাশির নামে পুলিশ নিয়ে আমাদের ভয় দেখাতে এসেছিলেন। পরদিনই আবার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন। তাই আমরা মূল ক্যাম্পাসেই আন্দোলন চালু রাখছি।'
আরেক শিক্ষার্থী শিহাব শাহরিয়ার বলেন,' আন্দোলন বন্ধ করতেই ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তাই আমরা এখন মূল ক্যাম্পাসেই আন্দোলন করে যাবো।"
এর আগে গত ১ ফেব্রুয়ারি আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন চারুকলার শিক্ষার্থীরা৷ ওইদিন ২ ফেব্রুয়ারির মধ্যে ইনস্টিটিউটের শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না বসে তাহলে রোববার থেকে আমরণ অনশনে করার ঘোষণা দিয়েছিলেন তারা৷ তবে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করায় আমরণ অনশনের আন্দোলন স্থগিত রেখেছেন বলে জানান শিক্ষার্থীরা। কিছুদিন সময় নিয়ে অনশন শুরু করবেন বলেও জানান তারা।
মন্তব্য করুন