- বাংলাদেশ
- নিয়ামতপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নিয়ামতপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি
নওগাঁর নিয়ামতপুরে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১৭০গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফইম উদ্দীন বলেন,শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটির প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারের পর মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
মন্তব্য করুন