- বাংলাদেশ
- ‘সাধারণ মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল তাঁর’
সুরঞ্জিত সেনের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
‘সাধারণ মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল তাঁর’

সুরঞ্জিত সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, টেকেরঘাট সাব-সেক্টরে প্রথম সাব-সেক্টর কমান্ডার ও সংগঠক সুরঞ্জিত সেনগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচিতে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ৫৯ বছর রাজনীতি করেছেন দাপটের সঙ্গে। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থি এ নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগে। সাধারণ মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল তাঁর। জটিল বিষয় সহজে বলার ক্ষমতা ছিল। তাঁর মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর নীতি ও আদর্শ লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
দিরাইয়ে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এর পর কালো ব্যাজ ধারণ করে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা শোক র্যালি করেন। পরে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সুরঞ্জিত সেন স্মৃতি পরিষদ, দিরাই প্রেস ক্লাব, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট ও মহিলা কলেজের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমনের নেতৃত্বে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির। বক্তব্য দেন উপজেলার সাবেক সভাপতি আলতার উদ্দিন, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দলের জেলা কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম প্রমুখ।
শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। দুপুরে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক পিসি দাস পীযুষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাশ, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী প্রমুখ।
বিকেলে শাল্লা সদর সার্বজনীন কালীমন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এর আগে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোকর্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন