নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিদ্যুতের বিলের টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক রেস্টুরেন্টের ম্যানেজার শফিউর রহমান কাজলকে গুলি করার অভিযোগ উঠেছে শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদারের বিরুদ্ধে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের ম্যানেজারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অস্ত্রসহ আটক করেছে শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদারকে।

চাষাড়ার আংগুড়া প্লাজার একতলায় অবস্থিত সুলতান ভাই কাচ্চির মালিক শুক্কুর আলি জানান, এ ভবনের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তিনি বাড়ির জহিরুল তালুকদারের ভাড়াটিয়া। বাড়ির একাংশের মালিক আজহার তালুকদার এসে তার কাছে বকেয়া ইউটিলিটি বিল বাবদ দশ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আজহার তালুকদার বাসা থেকে তার লাইসেন্স করা পিস্তল ও শটগান নিয়ে এসে গুলি করলে কাজল গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার উরুতে ও পশ্চাৎদেশে গুলি লেগেছে। এসময় জনি নামের আরও একজন গুলিবিদ্ধ হয়।

 এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, আজহার তালুকদারকে আটক করা হয়েছে। ইউটিলিটি বিল নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। একটি পিস্তল ও একটি শটগান জব্দ করা হয়েছে।