বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে পাকস্থলি ওয়াশ করা হয়েছে তাঁর।

গত শুক্রবার ঘটনাটি ঘটলেও রোববার বিষয়টি জানাজানি হয়। ঘুমের জন্যই ওষুধ সেবন করেছেন বলে দাবি করেছেন ওসি।

নওগাঁ সদর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওসি মোক্তার হোসেন দাপ্তরিক কাজে থানায় আসেন। দিনভর কাজ শেষে তিনি সন্ধ্যায় শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে থানায় কর্মরত অন্যরা তাঁকে রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করিয়ে পাকস্থলি পরিস্কার (ওয়াশ) করেন। পরদিন শনিবার সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আনসার আলী বলেন, 'তিনি অচেতন অবস্থায় ছিলেন। আমাদের প্রটোকল অনুযায়ী তাঁকে ওয়াশ করা হয়েছে। দ্রুত স্টোমাক ওয়াশ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই তাঁকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিয়ে শনিবার দুপুরের পর ছাড়পত্র দেওয়া হয়েছে।'

এ বিষয়ে আজ সোমবার সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, 'কয়েক দিন ধরে ঘুম আসছিল না। তাই দু-তিনটি ঘুমের পিল খেয়েছিলাম। এতে গ্যাস সৃষ্টি হওয়ায় অসুস্থ হই।'

হাসপাতালে ভর্তি হওয়ার কথা স্বীকার করে বলেন, দুটি পিল সেবন করেছেন ঘুমের জন্য, আত্মহত্যার জন্য নয়। তিনি সুস্থ আছেন বলে জানান।